সাঁওতালি বাপাল গান || santali bapla sereng

 

সাঁওতালি বাপলা গান( santali bapala sereing)

সাঁওতালি বাপলা গান( santali bapala sereing)

সাঁওতালি বাপলা গান : সাঁওতালি বাপলা গান হল এমনি একটি গান যা আপনাকে ও আমাকে এক অন্যঠিকানাই নিয়ে য়াই। তবে সাঁওতালি বাপলা গান বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গাই বিভিন্ন রকমের সাঁওতালি বাপলা গান শুনতে পাই।

যেমন ধরুন বাপলা সময় যখন গায়ে হলুদ হয় তাখন একধরনের গান, যখন বর কে বা কন্যা কে চানকরানো হয় তখনের গান,বিয়ে হয়ে য়াবার পরের গান ইত্যাদি ইত্যাদি।

এর মধ্যে বেশ কোটি গান তোমাদের সাথে শেয়ার করলাম

সাঁওতালি বাপলা গান

অকয় তিরে তিরয়ো বানাম

উনি তিরে গৗই ক ।

অকয় তিরে কাগজ কলম

উউনি তিরে দিশম ।

তিরয়ৗ এ অরং আ,

গৗই ক আতিঞা,

কলমে আচুরা, দিশমে জারি ।

২ এয়ায় সিঞ এয়ায় ঞিদৗ সেঁগেল দাঃ গে হো 

এয়ায় সিঞ এয়ায় ঞিদৗ জাড়াম জাড়াম গে  হো 

অকা রেবিন তাঁহেকানা, মানওয়া, 

অকা রেবিন সড় লেনা হো । 

মেনাঃ মেনাঃ হারাতা হো

মেনাঃ মেনাঃ বুরু দাঁধের হো, 

অনা রেলিঞ তাঁহে কানা আলিঞ দ

অনারে লিঞ সড় লেনা হো !

৩.সরগে ত হুড় হুড় 

পিরথিমীতে ধূলা চিলু উড়িল 

ধানের শিসে চিলু শুকিল 

মানুষের বুক চিলু ফাটিল হে ।

৪.লোকে বলে ছি-ছি 

আমি বলি কি-বা করিছি । 

দাঁতে লিসি করিছি, 

চোখে কাজল পরিছি - 

লোকে বলে ছি-ছি 

আমি বলি কি-বা করিছি ।

৫.আখড়া মা দুল দুল 

আখাড়া তলে বিটি দাড়ালি কেনে ? 

নাচ গো নাচ বিটি খেল গো খেল 

এই জীবন গো বিটি আধা দিন লাগি ।

৬. রেগেচ্-তেতাং হিলি, 

মনে জিওয়ী রেয়াঃ, 

নাড়ি হিলি রাঁগাও চালাঃ কান ৷ 

দাকা জম তে হুঁ হিলি, 

দাঃ ঞু তে হঁ হিলি, 

রেঁগেচ্-তেতাং বাং গে চাবাঃ কান ।

৭.দাঃ লো ঘাট রে, 

দাঃ দ পেড়াম কয়েঞ কান, 

দাঃ দ পেড়া বৗঞ নেমামা ৷ 

দাঃ ঞু ঞু তে, 

আরইঁ পাচেৎ তেতাং মে, 

দাঃ দ পেড়া বৗঞ নেমামা ।

৮. দে মিরু দেলা মিরু 

ওডোকঃ মে মিরুঞ বিদৗয় মেয়া 

অড়াঃ মিরু বিদৗয় কাতে 

এটাঃ মিরু আগু কাতে গে 

তবেয়েনা মিরু অড়াঃ সভাঃ।

৯. জানাম লিদিঞাম এহেল বেকেচ্ 

হারা লিদিঞাম তওয়া দারে 

বাচম দায়ালেন বাচম মায়ালেন 

জনম জনম য়োম বিদৗয়িঞ কান।

১০. আয়ো বাবা দায়া গাতে কুড়ি মায়া 

উইহৗর হিজুঃ গেয়া বিদৗয় বেড়া 

আয়ো বাবা দুলৗড় আডি সহাগ দুলৗড় 

এনহঁ সেনগ্‌ হয়োঃ এটা অড়াঃ 

উতিসুতি দ না বাং এম অবুজ গেয়া 

খালি খালি মেৎ দাঃ আলম জরয়।

সাঁওতালি বাপলা দং সেরেন

১.গাড়া ধারে ধারে তে 

তিরয়ৗ মাহির মন আলম অরং 

ইঞ দ মাহির মন হড় অৗনিচ্ হড় কৗনৗঞ 

তিরয়ৗ আঁজমতে জিওয়ি লঃ তিঞ।

২. ছামডা লাতার লাতার তে 

তি দ নতে মেরে মালাঞ এমাম 

মালা মুদৗম দরে রড়াসে লাঁদায়া 

লেঁগা তিরে মেঁড়হেৎ সাকম জিউয়ি রাড়েচ্।

৩.রাসি আতো তালে সাঁগে বয়হা আলে 

বৗদ বাইহৗড় রেগে কৗমি তালে 

তোদালে রহয় আলে হেড়হে দালে কুকু তালে

হিঁসৗ হিঁসি মনে বানৗঃ তালে।

৪. দাঃ তালাং দাকা তালাৎ 

বারু বৗইহৗড় রেন হাকো তালাং 

আদম দ লাং তাসে কওয়া 

আদম দ লাং রাসে কওয়া 

নাসে নাসে লাং জজ আক।

৫. বুরু বির ক সেঁন্দরা এৎ 

ইঞ হঞ চালাঃ য়ো সেঁন্দরা তে

সেঁন্দরা বির বাবু বাগাহি আকান দ 

জড়তে কুল কিন উপেল আকান 

আমগে মেনাম তিঞা জেয়েৎ বেটা 

ওহায় সনের মিরু 

পাচে বাচম রুয়ৗড় জনম জনম।

৬. অকাতে বাবাম আয়ুর কিদিঞ?

অকাতে বাবাম সোতোঃ কিদিঞ 

তেল কুপি গায়া ঘাটতে 

আমগে বাবাঞ উমে রাকাব মে।

৭. এ ফুল দেলা ফুল 

রেল গাডইরে দেজঃ ফুল ডুমকৗ জেলা ঞেল 

রেল গাডিরে বৗঞ দেজ 

ডুমকৗ জেলা বৗঞ ঞেল 

ডুমকৗ জেলা হড় দরে হালে ডালে।

৮. আয়স আয়স ছিতৗ কৗপরৗ 

আয়স আয়স হিঁসি ডুমনি 

আয়স আয়স দানগী পৗড়গি 

হায় হায় রাম লক্ষ্মন আখাড়া 

আখারা ত লিসুনে মদের।

৯. কুড়ৗই খাতির কাপাঠি 

রাজার বেটা বাডহি সোম নাগারে 

লাং তিতি গগর সালো পানির পিয় 

আইসো গো আইসো বাছা কাপাটে লিখো।

১০. রাম মাদল বাজায় 

কৃষ্ণা গিতা গাওয়ায় 

মহন মুরলী বাজায় 

শত শায় গুপিনি জমকে ভাই নাচে গো 

খিলিবে গো ভাই দিন সারা রাত।

সাঁওতালি বাপলা গান

সাঁওতালি বাপলা গান এ ছাড়া আরও অনেক গান রয়েছে ওটা আমার পরবর্তী পোস্ট এ নিয়ে আনবো।


সাঁওতালি বাপলা গান

Previous Post Next Post