The last band in India is Battle Royal Game Garena Free Fire?
Free fire game টি ফাইনিলি band করে দিলো ভারত সরকার ।Free fire game জারা খেলতো তাদের জন্য খারাপ হয়ে উঠল এই খবরটি।তারা কি করবে এখনো ।ভারত সরকার গত এক বছর আগে সমস্ত চাইনিস অ্যপ গুলি ব্যান্ড করে দিয়েছিলেন । কোনো অ্যপ চাইনিজ company সাথে জড়িত থাকলে তাঁকেও ব্যান্ড করে ছিলেন।তারিই মুখোশ আড়ালে ছিলো Garena Free Fire Game টি ।Garena Free Fire ছাড়া আরও 53টি অ্যাপ ব্যান্ড করলো ভারত সরকার।
কী কারনে ব্যান্ড হলো Garena Free Fire ? |What is the reason for the band Garena Free Fire?
PUBG Mobile (পাবজি মোবাইল) এর মতোই জড়িত ছিল Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার ) এক ইনডাইরেট চাইনিজ কোম্পানি ট্যানসেন সাথে । ভারতে যত্ ফ্রি ফায়ার খেলতো তার ২৬ পারসেন ইন ডাইরেট চাইনিজ কোম্পানি কাছে য়েতো । এটি ভারত সরকার জানতে পারেন।যখনেই জানাতে পারেন তার কিছু দিন কারনে Garena Free Fire ব্যান্ড হলো ?পরে Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার ) কে black list এ দিয়ে দেই।
আকস্মিকভাবে প্লে স্টোর থেকে গায়েব Garena Free Fire গেম
২০২০ সালে বেশ ঘটা করেই ভারত থেকে বিদায় নিয়েছিল PUBG Mobile । তবে এবার ভারতের আরেক জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire গুগল প্লে স্টোর থেকে হঠাৎ করেই উধাও হল। হ্যাঁ ঠিকই পড়েছেন ।ডেইলি রিওয়ার্ডস, ফ্রি রিডিম কোড ইত্যাদি অফারের মাঝেই গতকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম গায়েব হয়েছে Free Fire গেমটি। কিন্তু এই ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি, ফলে গেমটির হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া গেমিং সম্প্রদায়ের মধ্যে কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছে।
এই মুহূর্তে শুধুমাত্র শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্স (Free Fire Max) গেম গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ আছে। সেক্ষেত্রে কিছু রিপোর্ট প্রস্তাব করে যে সাম্প্রতিক আপডেটটি অর্থাৎ গেম ডাউনলোডের জন্য অনুপলব্ধ থাকার বিষয়টি একটি প্রযুক্তিগত ত্রুটি। এদিকে গেমটির গায়েব হওয়া সম্পর্কে এখন গুজব ছড়িয়ে পড়েছে যে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে৷ এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু এখনো পর্যন্ত গ্যারেনা বা ভারত সরকার কেউই এই বিষয়ে কিছু বলেনি, তাই এটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমাদের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করতে হবে।
আরও এই সব খবর পাওয়া জন্য আমাদের টেলিগ্ৰ্যাম সাথে যুক্ত হন ।